মালদা

বামনগোলার পাকুয়াহাটে ২০০ বছরের ঐতিহ্যবাহী তাঁরা কালি মার পূজা উপলক্ষে মেলা

প্রতিবারের ন্যায় এবারও জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে বামনগোলার পাকুয়াহাটের তিতপুরে তাঁরা কালি মার পূজা উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়। এই পূজা প্রায় ২০০ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী হিসেবে বিশেষভাবে পরিচিত। স্থানীয় নয়টি গ্রামের উদ্যোগে এই পূজা ও মেলার আয়োজন করা হয়। জানা যায়, প্রতিবছরের জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহের মঙ্গলবারে তাঁরা কালি মার পূজাপাঠের আয়োজন করা হয়। বুধবার এই পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসে এক বিরাট মেলা। এই মেলায় স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্ত থেকে বহিরাগত মানুষরাও সামিল হয় বলে জানা যায়। 

এবিষয়ে পূজা কমটির সম্পাদক খগেন মণ্ডল জানান, প্রতিবারের মতো এবারও তাঁরা কালি মায়ের পূজার আয়োজন করেছেন। এই পূজাকে কেন্দ্র বসে এক মেলা। এদিনের এই মেলায় দূরদূরান্ত থেকে মানুষ এসে সামিল হয় বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/rXK1KlGGiFA